বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি: চট্টগ্রামে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে ওই বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল জব্বার মোড়ে এসে শেষ হয় এবং পরবর্তীতে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা ‘ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা জানান, ‘ফ্যাসিবাদ ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।  চট্রগ্রামে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তা কোনোভাবে মেনে নেয়া যায় না। চট্রগ্রামের জর্জ কোর্টে এ্যাডভোকেট সাইফুল ভাইকে জবাই করে দেয়া হয়েছে এতে প্রমাণিত হয় আমাদের দেশে আমরা মুসলিমরাই সংখ্যালঘু। সন্ত্রাসী সংগঠন ইসকনের এমন কর্মকাণ্ড আমরা কখনোই বরদাস্ত করবো না। আমরা মুসলিম সমাজ এর জবাব দিবো। ভারতের দালাল ইসকনের সন্ত্রাসীদের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। হিন্দুদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে, কিন্তু উগ্রবাদীরা যে ধর্মের হোক না কেনো তাদের কোনো ছাড় নেই।’

হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। 

আসিফ ইকবাল/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর