Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ববি প্রক্টরের পদত্যাগ: নতুন প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম

ববি প্রক্টরের পদত্যাগ: নতুন প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম

সাইফুল, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর ড.রাহাত হোসেন ফয়সাল পদত্যাগ করেছেন। পদত্যাগের কয়েক ঘন্টা পরেই নতুন প্রক্টর হিসেবে ববির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. টি. এম. রফিকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। বুধবার (২৭ নভেম্বর) রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.এ. টি. এম. রফিকুল ইসলামকে সাময়িক ভাবে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। উল্লেখিত পদের জন্যে বিধি মোতাবেক দায়িত্ব ভাতা এবং সুবিধাদি প্রাপ্ত হবেন। একই সাথে ববির সিএসসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সালকে প্রক্টরের (ভারপ্রাপ্ত) দায়িত্ব হতে ধন্যবাদজ্ঞাপন সহ অব্যহতি প্রদান করা হলো।

জানা গেছে, ড. রাহাত হোসেন ফয়সাল ব্যক্তিগত অসুস্থতার কারন দেখিয়ে রেজিস্ট্রার বরাবর এ পদত্যাগ পত্র জমা দেন তিনি। এ বিষয়ে রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলামকে জিজ্ঞেস করলে তিনি বলেন,তার রেজিনেশন লেটারটি পেয়েছি। পদত্যাগের অন্য কারন থাকতে পারে তবে পার্সোনাল কারণ দেখিয়েই তিনি পদত্যাগ করেছেন আমি এইটুকু জানি।

/এমএ

Exit mobile version