Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বাকৃবিতে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার আয়োজন করবে জার্মানির ডাড

বাকৃবিতে উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার আয়োজন করবে জার্মানির ডাড

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উচ্চশিক্ষা, গবেষণা এবং স্কলারশিপ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী রবিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সেমিনারটি আয়োজিত হবে।

ওই সেমিনারটি যৌথভাবে আয়োজন করছে বাকৃবি এবং জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস(ডাড)।

স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা, পাশাপাশি ময়মনসিংহের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, রেজিস্ট্রেশনের মাধ্যমে এই সেমিনারে অংশ নিতে পারবেন।

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version