Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন যারা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন যারা

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরকারসহ আরো দুই জন বিশিষ্ট শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বাকি দুইজন সদস্য হলেন- যশোর সরকারি সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপিকা নার্গিস বেগম এবং আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক জামালুন্নেছা পিএইচডি। আগামী তিন বছরের জন্য এই তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১৮ (১) (ছ) এবং ১৮ (৩) ধারা অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে উক্ত বিশিষ্ট শিক্ষাবিদগণকে সদস্য হিসেবে ৩ (তিন) বছরের জন্য নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হলো।

সেফা খানম/এমএ

Exit mobile version