Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বাকৃবিতে ডাড স্কলারশিপের সেমিনার অনুষ্ঠিত

বাকৃবিতে ডাড স্কলারশিপের সেমিনার অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উচ্চশিক্ষা, গবেষণা এবং স্কলারশিপ সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে সেমিনারটি আয়োজন করা হয়। সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে বাকৃবি এবং দ্য জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডাড)। সেমিনারে বাকৃবির স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সেমিনারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাকৃবির অ্যাডিশনাল রেজিস্ট্রার নাজমুল হাসান স্বপন এবং বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। ডাডের পক্ষে মাহমুদুল হাসান সুমন সেমিনারে উপস্থিত ছিলেন।

সেমিনারে জানানো হয়, জার্মানির প্রায় ৪০০ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজারেরও বেশি বিষয়ের ওপর স্কলারশিপের সুযোগ রয়েছে।

এসময় নাজমুল হাসান স্বপন বলেন, জার্মানিতে খরচ এতো বেশি না। বাকৃবি শিক্ষার্থীরা যারা জার্মানিতে পড়তে গিয়েছে তারা সকলেই খুবই সম্মানের সাথে ডিগ্রী কমপ্লিট করে দেশে কিংবা অন্যান্য দেশে কাজ করে যাচ্ছে। সরকার থেকেই জার্মান ভাষা শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয় এবং এক ভিসাতেই প্রায় ৩২টি দেশে ভ্রমণ করা যায়। এগ্রিকালচার সম্পর্কিত কোন বিষয়ে পড়তে কোন টিউশন ফি ও লাগে না।

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version