জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত আর্কিওলজি ডিবেটিং ক্লাবের (এডিসি) ২০২৪-২৫ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে। এটি ক্লাবের চতুর্থ কার্যকরী কমিটি।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মালিহা নার্গিস আহমেদ স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নতুন কমিটিতে সভাপতি ৪৯ ব্যাচের সুমাইয়া আক্তার এবং সাধারণ সম্পাদক ৫০ ব্যাচের জুনাইদ কবীর জাহিন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ৪৯ ব্যাচের মোস্তফায়ে আশেকীন আবীর, কোষাধ্যক্ষ ৪৯ ব্যাচের মারিয়া তাসনিম, সাংগঠনিক সম্পাদক ৪৯ ব্যাচের তামান্না হাসান ঔশী, দপ্তর সম্পাদক ৫১ ব্যাচের ইমতিয়াজ আহমেদ শিহাব, অনুষ্ঠান সম্পাদক ৫১ ব্যাচের সদরুল আমিন এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ৫০ ব্যাচের মাহফুজা আক্তার। প্রেস ও মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ৫০তম ব্যাচের রাফিয়া আফরোজ রাকা, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ৪৯ ব্যাচের শুভাশীষ রায় ঝলক এবং ইংরেজি সেশন কো-অর্ডিনেটর ৫০ ব্যাচের সামিহা রাইসা শওকত। এছাড়াও কার্যকরী সদস্য ৫১তম ব্যাচের মুখলাতুল জিনান তৃষা ও জান্নাতুল মাওয়া জোয়ানা এবং ৫২তম ব্যাচের আতাফরিহা জেরিন রাকা এবং মো. কায়েস আহমেদ সরকার।
অনুষ্ঠানের সময় ক্লাবের থিম ‘অতীতের পদচিহ্নে যুক্তির আরাধনা’ প্রকাশ করা হয়। সেই সাথে ক্লাবের লোগো উন্মোচন করা হয়, যা ডিজাইন করেছেন ৪৯ ব্যাচের শুভাশীষ রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক। তিনি ক্লাবের সার্বিক কল্যাণ কামনা করেন এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নেয়া যেকোনো উদ্যোগের পাশে থাকার আশ্বাস দেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সীমা হক এবং ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক নুরুল কবির ভূঁইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন মডারেটর নুরুল কবির ভূঁইয়া এবং ক্লাবের কমিটি ঘোষণা করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মালিহা নার্গিস আহমেদ।
ক্লাবের সভাপতি সুমাইয়া আক্তার বলেন, “প্রত্নতত্ত্ব বিভাগে আমরা অতীতের নিদর্শন ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন শাস্ত্রের প্রাচীনত্ব নিয়ে গবেষণা করি। এখানেই আমাদের তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি অনুশীলনের মাধ্যমে গভীরতর তর্কশাস্ত্রের পঠন ও পুনর্পাঠের কৌশল শেখানো হয়, যা আমাদের বিতর্ক চর্চায় এক অনন্য অবস্থানে নিয়ে যাবে। বিতর্ক চর্চার পাশাপাশি আমাদের কথা বলার দক্ষতা এবং ইংরেজি ভাষায় সাবলীল কথোপকথনের উন্নয়নেও নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা শুধু একাডেমিক নয়, বরং ব্যক্তিগত দক্ষতায়ও সমৃদ্ধ হবে। আমরা আশা করছি, এর সঙ্গে আরও নতুন ও সৃজনশীল উদ্যোগ যুক্ত হবে, যা আমাদের শিক্ষার্থীদের সক্ষমতাকে আরও বিকশিত করবে। এই উদ্যোগকে সফল করার জন্য বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একইসঙ্গে অগ্রজ, অনুজ ও সহপাঠীদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
ক্লাবের সাধারণ সম্পাদক জুনাইদ কবীর জাহিন বলেন, “প্রত্নতত্ত্ব বিভাগ আমাদের ভিন্ন লেন্সে চিন্তা করতে শেখায় এবং নিজের চিন্তা প্রকাশের যে ভাষা বা শব্দচয়ন সব সময় সহজ হয় না, তাই সেটির উপর দখল থাকা গুরুত্বপূর্ণ যা বিতর্ক চর্চা মাধ্যমে সহজেই আয়ত্ত করা সম্ভব। আর শুধু তো বিতর্ক চর্চা না, নিজেদের মধ্যে যোগাযোগ, তাত্ত্বিক বাহাস, আলোচনা বৃদ্ধির জন্যও এডিসি একটি ওয়েলকামিং প্লাটফর্ম হিসেবে কাজ করতে চায়।”
ক্লাবের মাধ্যমে বিতর্ক চর্চার পাশাপাশি ইংরেজি ভাষায় সাবলীলতা এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত কার্যক্রম আয়োজন করা হবে। ক্লাবটি বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আরও নতুন ও সৃজনশীল উদ্যোগ গ্রহণের প্রত্যাশা করছে।
মোঃ আরিফ হোসেন/এমএ