শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের পণ্য হস্তান্তর করলো যবিপ্রবির আইপিই বিভাগ

যবিপ্রবি প্রতিনিধি: যশোর লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে সর্বাধিক বিক্রিত ছয়টি পণ্যের গুণগত মান উন্নয়ন ও ব্র্যান্ডিং শীর্ষক প্রকল্পের পণ্য হস্তান্তর করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং (আইপিই) বিভাগ।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় যশোরের পৌর কমিউনিটি সেন্টারে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। 

এর আগে গত ২১ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ছয়টি পণ্যের মান উন্নয়ন করে উৎপাদক ও বিক্রেতাদের নিয়ে ছয়টি কর্মশালার আয়োজন করে যবিপ্রবির আইপিই বিভাগের কয়েকজন শিক্ষক। সমাপনী অনুষ্ঠানে লাইট ইঞ্জিনিয়ারিং মালিক সমিতির বক্তরা বলেন, এখান থেকে ২০/২৫ বছর আগে যেভাবে সবকিছু চলতো এখন আর সেভাবে চলবে না। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর এই অগ্রযাত্রায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবদান অতুলনীয়। তাদের থেকে সঠিকভাবে শিখে নিতে পারলে নতুন শিল্প বিপ্লবে ভূমিকা রাখতে পারবো আমরা।

যশোর লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে সর্বাধিক বিকৃত ছয়টি পণ্যের মধ্যে রয়েছে ফোডার কাটার মেশিন, ফিড মেকিং মেশিন, ব্রেক ড্রাম, পালভেরাইজ মেশিন, টিউব ওয়েল ও পাম্প কেসিং। প্রাথমিকভাবে এই ছয়টি পণ্যের গুণগত মান উন্নয়ন করে  কারিগরি সহায়তা প্রদান করে আইপিই বিভাগ। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের শিক্ষকরা পণ্যগুলোর গুণগত মান উন্নয়ন ও ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করেন। এসময় তাঁরা পণ্যগুলো ব্যবহারে সুবিধা-অসুবিধা তুলে ধরেন। 

সুইসকন্টাক্টের সার্বিক তত্ত্বাবধানে এই প্রকল্পে সহযোগিতা করে যশোর শিল্প মালিক সমিতি ও প্রবৃদ্ধি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটাক এর পরিচালক ড. মোঃ জালাল উদ্দীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এহসানুল কবির, এসএমই ফাউন্ডেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ খালেকুজ্জামান তালুকদার, যবিপ্রবির অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, প্রক্টর ড. মো: আমজাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মীর মোশাররফ হোসেন, আইপিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ.এস.এম মুজাহিদুল হক, যশোর শিল্প মালিক সমিতি, যশোর লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সেফা খানম/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর