Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ইন্ডিয়ার আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

ইন্ডিয়ার আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

বাকৃবি প্রতিনিধি: ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল আয়োজন করে।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে এই মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীদের ইসকন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। শিক্ষার্থীরা- ‘ইসকন সব জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ভারতের আগ্রাসন মানি না, মানবো না’ সহ বিভিন্ন স্লোগান দেন।

এসময় বাকৃবির শিক্ষার্থীরা বলেন, “আমরা সন্ত্রাসী সংগঠন ইসকনের এমন কর্মকাণ্ড মেনে নেব না। আগরতলায় তারা যে বাংলাদেশ দূতাবাসে হামলা করেছে তা অত্যন্ত নিন্দনীয়। ভারতের দালাল ইসকনের সন্ত্রাসীদের সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব। আমাদের এ আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। 

তারা আরো জানান, ‘হিন্দু সম্প্রদায়ের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে, তবে উগ্রবাদীরা যে ধর্মেরই হোক না কেন, তাদের ছাড় দেওয়া যাবে না।’

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version