Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বাকৃবি শিক্ষার্থীদের জন্য তৈরি হবে ইনোভেশন হাব

বাকৃবি শিক্ষার্থীদের জন্য তৈরি হবে ইনোভেশন হাব

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইনোভেশন হাব তৈরি কার্যক্রম বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মূলত দেশে ইনোভেশন সংস্কৃতি তৈরি এবং প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপসমূহের বিকাশের লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের মাধ্যেমে বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন হাব’ তৈরির কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উল্লেখিত কমিটি গঠিত হয়েছে। 
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় কমিটির সভাপতি অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শফিউল্যাহ’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যগণসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।  

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এই হাব তৈরি এবং সঠিকভাবে পরিচালনা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে কমিটিকে কার্যকর ভূমিকা রাখতে নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, ওই ইনোভেশন হাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করতে পারবে এবং নিজে উদ্যোক্তা হয়ে বড় বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে। সে জন্য হাব হতে নানা প্রকারের প্রশিক্ষণ প্রদান করা হবে। এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি যুক্ত থাকবেন। আগ্রহী ছাত্র-ছাত্রীদের সম্ভাবনাময় আইডিয়াগুলো বাছাই করে সে আইডিয়ার ওপর বিভিন্ন প্রশিক্ষণও প্রদান করা হবে। 

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version