শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
spot_img

৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইন আবেদনের সময়সীমা ১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যলয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান যে, সরকারের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী জাবিতে ভর্তির ক্ষেত্রে থাকবে না মুক্তিযোদ্ধা নাতি-নাতনী কোটা। এছাড়াও দ্রুতই অন্যান্য কোটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হলে নতুন করে সভা ডাকব। ইউনিটভিত্তিক আবেদনের ওপর ভিত্তি করে চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বলেন, এবার মোট ১০টি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক অনুষদ ও ইনস্টিটিউট আলাদা আলাদা ইউনিটে পরীক্ষা নিবে।

উল্লেখ্য, আইন অনুষদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি (সিএলসি) ইনস্টিটিউট এবার স্বতন্ত্র ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরিফ হোসেন/এমএ

- Advertisement -spot_img

রাজনীতি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

আবেদন করতে ব্যানারে ক্লিক করুন...spot_img

সর্বশেষ সব খবর