Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নবীন শিক্ষার্থীর আত্মহত্যা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নবীন শিক্ষার্থীর আত্মহত্যা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪) শিক্ষার্থী তাকিয়া তাসনিম বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলে আত্মহত্যা করেছেন। 

আজ ভোর পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ৭ম তলায় ৭০০৫ নম্বর কক্ষে তিনি আত্মহত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, প্রেমিকের সাথে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখেই তিনি এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন। তৎক্ষণাৎ, তাকিয়ার প্রেমিকা (সাব্বির) মেয়েটির বান্ধবীদের ফোন করে দ্রুত রুমে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করতে বলেন। তবে তারা সময়মতো দরজা ভাঙতে ব্যর্থ হন। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে জানান ঐ বান্ধবীরা। 

তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের কর্তব্যরত চিকিৎসককে হলে নিয়ে আসেন। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা শেষে উক্ত শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। 

উল্লেখ্য, তাকিয়া উক্ত হলের আবাসিক শিক্ষার্থী হলেও হলে তিনি নিয়মিত হলে থাকতেন না। তিনি সাভারে তার মামার বাসায় থাকতেন। গতকালকেই তিনি হলে এসেছেন বলে জানিয়েছেন পাশের কক্ষের শিক্ষার্থীরা। 

উক্ত রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যগণ এবং উক্ত ছাত্রীর মামা হলে উপস্থিত হয়ে নিকটস্থ আশুলিয়া থানায় পুলিশকে খবর দিয়েছেন। 

মোঃ আরিফ হোসেন/এমএ

Exit mobile version