Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ন্যায়, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে অসাম্প্রদায়িক দেশ হবে বাংলাদেশ: উপাচার্য জাহাঙ্গীর আলম

ন্যায়, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে অসাম্প্রদায়িক দেশ হবে বাংলাদেশ: উপাচার্য জাহাঙ্গীর আলম

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “ন্যায়, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে অসাম্প্রদায়িক একটি সুন্দর দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।”

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের পর বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, “স্বাধীনতা অর্জন কঠিন, কিন্তু তা রক্ষা করা আরও কঠিন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানি শাসকদের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আমাদের ঐতিহাসিক লড়াই। জনগণের ঐক্য ও সাহসই বিজয় এনে দিয়েছিল। আজ আমাদের সেই বিজয়ের আদর্শে ন্যায্যতার ভিত্তিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

সভায় মুক্তিযোদ্ধা ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. রশিদুন নবীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে কাজ করতে হবে আমাদের সকলকে। এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. আশরাফুল আলম।

আলোচনা সভার পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ইনডোর গেমসের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজন।

মো. সাইফুল ইসলাম/এমএ

Exit mobile version