Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত 

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়। এরপর দুপুর ২টায় ভোট গণনা শুরু হয়ে ২:৩০টায় ফলাফল প্রকাশের মাধ্যমে নির্বাচনি কর্মযজ্ঞ শেষ হয়।

জাবি শিক্ষক সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা, সহ-সভাপতি পদে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহান, কোষাধ্যক্ষ পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার, সম্পাদক পদে ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’র অধ্যাপক ড. আইরিন আক্তার এবং যুগ্ম-সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রায়হান শরীফ নির্বাচিত হয়েছেন। 

তন্মধ্যে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’র অধ্যাপক ড. আইরিন আক্তার ব্যতীত প্রত্যেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ড. আইরিন আক্তার ১৯১ ভোট পেয়ে তার নিকটস্থ প্রার্থী গণিত বিভাগের অধ্যাপক ড. মাহতাব উদ্দিন আহম্মদকে ৩৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। 

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, আমিনা ইসলাম, আমিনুর রহমান খান, খোঃ লুৎফুল এলাহী, নাহিদ আখতার, বোরহান উদ্দিন, মুহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ মাহবুবুর রহমান ও মো. আবদুস সবুর। 

উল্লেখ্য, উক্ত শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালি এবং সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম ও মোহাম্মদ মামুন অর রশীদ।

মোঃ আরিফ হোসেন/এমএ

Exit mobile version