Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

শীতকালীন সবজি বীজ পরিচর্যায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ বাকৃবিতে

শীতকালীন সবজি বীজ পরিচর্যায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ বাকৃবিতে

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “শীতকালীন সবজি বীজের জীবাণু শনাক্তকরণ, দমন ও সংরক্ষণ” শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ২০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে ওই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে অধ্যাপক গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন। এছাড়া ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিলসহ অন্যান্য আমন্ত্রিত কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন এই ট্রেনিংয়ের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে বছরব্যাপী আরো অধিক পরিমানে ট্রেনিংয়ের আয়োজন করার পরামর্শ দেন। 

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version