Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

জাবির বাসের সঙ্গে ধাক্কায় বাইকচালকের মৃত্যু

জাবির বাসের সঙ্গে ধাক্কায় বাইকচালকের মৃত্যু

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক বাইকচালক। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি দোতলা বাস ঢাকা থেকে ক্যাম্পাসে ফিরছিল এমতাবস্থায় সাভারের দিক থেকে এনাম মেডিকেল হাসপাতালে সামনে দিয়ে এক বাইক চালক উল্টো পথে এক্সপ্রেস লেনে দিয়ে যাচ্ছিল। প্রথমে সে ডান পাশ দিয়ে চললেও বাসটি কাছাকাছি আসার কয়েক সেকেন্ড পূর্বে বাম দিকে চলে যায়। বাসচালক হার্ড ব্রেক করলেও বাসটি দ্রুতগামী হওয়ায় বাইকটি রক্ষা করতে ব্যর্থ হন। হার্ড ব্রেক করার ফলে বাসের সামনের গ্লাসগুলো ভেঙে যায়। এসময় বাইকটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে সামনে লেগে থাকলেও চালক গাড়ির নিচে চলে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং একটি পা থেঁতলে যায়।

তৎক্ষণাৎ উপস্থিত জনতা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষণে আহত ব্যক্তির ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেন। এরপর নিউরো আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫২ মিনিটে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

উল্লেখ্য, আহত চালকের নাম সোহরাব। তিনি সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরিফ হোসেন/এমএ

Exit mobile version