Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

জাবিতে পোষ্য কোটা সংস্কার ও আবেদন ফি কমানোসহ ৪ দফা দাবিতে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’র মানবন্ধন

জাবিতে পোষ্য কোটা সংস্কার ও আবেদন ফি কমানোসহ ৪ দফা দাবিতে 'গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন'র মানবন্ধন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পোষ্য কোটার যৌক্তিক সংস্কার ও আবেদন ফি কমানোসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা নাগাদ কর্মসূচি শুরু হয়ে ১২টায় শেষ হয়।

এসময় তারা ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, ভর্তি পরীক্ষার আবেদন ফি এবং ইউনিট কমানো ও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা পদ্ধতি চালুর দাবি উত্থাপন করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, “কোটা সংস্কারের জন্য দু’হাজার মানুষ জীবন দিলেও এখনও এই অভিশাপ থেকে রেহাই পেতে আমাদের লড়াই কর‍তে হচ্ছে। এটি আমাদের জন্য অত্যন্ত হতাশা ও লজ্জার। আমরা ৪২ দিন ধরে আন্দোলন করেও জাবিতে এই বৈষম্য দূর করতে পারছি না। অনতিবিলম্বে অযৌক্তিক ভিসি কোটা বাতিল করতে হবে।”

ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের কলঙ্কিত ভিসি কোটার মাধ্যমে দুর্নীতির সুযোগ আছে। দুর্নীতি রোধে এই কোটা বাতিল করতে হবে এবং একই সাথে সকল শ্রেণি পেশার মানুষের সামর্থ্য বিবেচনায় অযৌক্তিক আবেদন ফি কমাতে হবে।”

সমাপনী বক্তব্যে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, “আমাদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মৌখিক আশ্বাস দিলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। আমরা কোনো সদুত্তর না পেলে আগামী ১ কর্মদিবস পরে প্রশাসনিক ভবন ঘেরাও করব। এই ৪ দফা বাস্তবায়ন না করে কোনোভাবেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে দিব না।”

উল্লেখ্য, গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’র ব্যানারে গত ১৪ই নভেম্বর থেকে ভিসি কোটা বাতিল ও পোষ্য কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলে আসছে।

মোঃ আরিফ হোসেন/এমএ

Exit mobile version