জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ইউনিট সংখ্যা এবং আবেদন ফি কমানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা এবং ভিসি কোটা বাতিল করা হয়েছে।
সভায় ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৩৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ৩৫ শতাংশ করা হয়েছে। ইতোমধ্যে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত ১০ ইউনিটের পরিবর্তে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ০৭ ইউনিটে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় ভর্তির আবেদন ফি যৌক্তিক হারে কমিয়ে পুনঃনির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ও আইআইটি) আবেদন ফি ৭০০ টাকা ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) আবেদন ফি ৭০০ টাকা, ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ আইন অনুষদ তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) আবেদন ফি ৭০০ টাকা, ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) আবেদন ফি ৫০০ টাকা, ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) আবেদন ফি ৭০০ টাকা, ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) আবেদন ফি ৬০০ টাকা, আইবিএ-জেইউ পৃথক ইউনিটে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার শিফটের ক্ষেত্রে একাধিক শিফটে অনুষ্ঠিতব্য ইউনিটের ক্ষেত্রে বরাদ্দকৃত মোট আসনকে সমহারে বন্টন করে প্রতি শিফটে আসন বরাদ্দ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। (খ) গ্রুপভিত্তিক আসন বরাদ্দকৃত ইউনিটের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণপূর্বক আনুপাতিক হারে প্রতি শিফটে গ্রুপভিত্তিক আসন বরাদ্দ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে।
মোঃ আরিফ হোসেন/এমএ