Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বিনামূল্যে গবাদিপশুর রোগ প্রতিরোধে বাকৃবির টিকাদান কার্যক্রম

বিনামূল্যে গবাদিপশুর রোগ প্রতিরোধে বাকৃবির টিকাদান কার্যক্রম

ছবি: জনতার বার্তা

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে প্রায় শতাধিক খামারির গবাদিপশুকে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) এবং পেস্টিডেস পেটিটস ইন রুমিন্যান্ট (পিপিআর) রোগের ভ্যাক্সিন প্রদান করেছে।

রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় বাকৃবি সংলগ্ন দক্ষিণ চর কালীবাড়ী এলাকায় এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. কে এম আনিসুর রহমানের সভাপতিত্বে ভ্যাক্সিন প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি কৃষি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরেক সিন্ডিকেট সদস্য মো. রাকিব উদ্দিন, ভেটেরিনারি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আইআইএফএস পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুব আলম, বাকৃবি স্মার্ট এগ্রিকালচারের পরিচালক অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, ও ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, আমরা বিভিন্ন সময় এই এলাকার গবাদিপশুর রোগ প্রতিরোধের বিভিন্ন টিকা সরবরাহ করে আসছি। তাছাড়া এই আউটরিচ সেন্টারটি স্থাপিত হলে বিশ্ববিদ্যালয়ের সেবা প্রদান আরো বৃদ্ধি পাবে বলে আশা রাখি।

কর্মসূচি শেষে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা সেখানে অবস্থিত ভেটেরিনারি আউটরিচ ক্লিনিক, ট্রেনিং ও রিসার্চ সেন্টারের বরাদ্দকৃত জায়গা সরেজমিনে পরিদর্শন করেন।

উল্লেখ্য, লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি হলো গরুর একটি মারাত্মক ভাইরাসজনিত চর্মরোগ, যা খামারের জন্য ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। বাংলাদেশে এ রোগ প্রথম শনাক্ত হয় ২০১৯ সালে, চট্টগ্রামে। অপরদিকে, পিপিআর একটি ভাইরাসজনিত রোগ, যা ছাগল ও ভেড়ার মধ্যে দেখা যায় এবং এটি পশুর স্বাস্থ্যের অবনতি ঘটিয়ে মৃত্যুর কারণ হতে পারে।

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version