Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বাকৃবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অফিস ভাঙচুর

বাকৃবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অফিস ভাঙচুর

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা ছাত্রলীগের পার্টি অফিস ভেঙে দিয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের অফিসটি ভাঙচুরের পর বুলডোজার দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।

শহীদ শামসুল হক হলের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের অস্তিত্ব বাকৃবি থেকে বিলুপ্ত করা হয়েছে। যদি কেউ এই সংগঠনকে পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে অফিস ভবনটি ভাঙতে শুরু করেন। পরে একটি বুলডোজারের মাধ্যমে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version