Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বাকৃবি কর্মকর্তার ঝুলন্ত লা’শ উদ্ধার, তদন্তে পুলিশ

বাকৃবি কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর (ওএসডি) কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর সোহেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ কার্যালয়ে ফ্যান ঝোলানোর রডের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান সহকর্মীরা। পরে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, ‘আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে এটি আত্মহত্যা মনে হয়েছে। সুইসাইড নোট, মোবাইল আরো কিছু আলামত পেয়েছি। ময়নাতদন্তের পরই বিস্তারিত বলতে পারবো।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক জানান, ‘সোহেলের কক্ষ ভেতর থেকে লাগানো ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনাটিতে আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। সোহেল (নিহত) যে টেবিলে উঠেছিল সেখানে তার জুতার ছাপও আছে। ধারণা করা হচ্ছে সেই টেবিল থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে।’

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version