Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বাকৃবির শাহজালাল হলে বাতিল হলো গণরুম প্রথা

বাকৃবির শাহজালাল হলে বাতিল হলো গণরুম প্রথা

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শাহজালাল হলে নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান বলেন, ‘আজ থেকে শাহজালাল হলে গণরুম প্রথা বিলুপ্ত ঘোষণা করা হলো’।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বাকৃবির শাহজালাল হলের কমন রুমে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

প্রভোস্ট আরো বলেন, “আমরা হলের আসনগুলো সঠিকভাবে বণ্টন করার চেষ্টা করেছি। বর্তমানে প্রায় ৩৩ জন শিক্ষার্থী হলে আসন পেয়েছেন। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নবীনদের জন্য এক রুমে চারজন করে আছেন। ফলে হলের সিটের সমস্যা সমাধান হয়েছে”।

শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার এবং উদ্যানতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ। এছাড়া অনুষ্ঠানে হলের হাউস টিউটর, নবীন শিক্ষার্থী, এবং হলের কর্মকর্তা ও কর্মচারীরাও অংশগ্রহণ করেন।

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version