Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জাবিতে দোয়া অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জাবিতে দোয়া অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি: বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন দেশনেত্রী খ্যাত বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আসর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানার উদ্যোগে এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন যাবৎ গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারের বাধার কারণে তিনি তাঁর প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছেন। অবশেষে আজ উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন‌।

দোয়া মাহফিল শেষে সোহেল রানা বলেন, “বেগম খালেদা জিয়া ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ আর্দশের প্রতীক। তাঁর প্রতি এই অবিচার দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে আঘাত করেছে। আমরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করি এবং দেশের জনগণের প্রতি আহ্বান জানাই, তারা যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন এবং নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারেন।”

জাবি ছাত্রদল নেতা মনিরুজ্জামান সাগর বলেন, “আজকের এই পবিত্র মিলাদ মাহফিলে আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা গভীর শ্রদ্ধা ও প্রার্থনা নিয়ে উপস্থিত হয়েছি। তিনি গণতন্ত্রের প্রতীক ও জাতির কণ্ঠস্বর। আল্লাহর কাছে প্রার্থনা করি- তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”

জাবি ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি জাতির প্রেরণা ও গণতন্ত্রের আলোকবর্তিকা। তাঁর অসুস্থতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের দেশনেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন। তাঁর সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।”

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ছাত্রনেতা মনিরুজ্জামান সাগর, নাজমুল হাসান, জাকিরুল ইসলাম, শাহান ভূঁইয়া, আদনান করিম, তরুণ, সাদিকুল ইসলাম, এসএম আমিনুল ইসলাম, মোসাদেকুর রহমান, আবিদুর রহমান, আলী আরাফাত খান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মুমিনুল ইসলাম নাইম, মো. মোস্তফা কামাল লিটন, মো. ইউসুফ আকন্দ সাগর, মো. সাইদুর রহমান, মো. ইমন হোসেন, মো. সাকিব হোসেন, মো. জাহিদুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় সাভার উপজেলা যুবদলের মো. উজ্জল আহম্মেদ, মো. শাহরিয়ার হোসেন জিসান, মো: কামরুল খান, মো. সাজু মিয়া, মো. আবু কালাম, মো. তাওহিদ ইসলাম, মোহাম্মদ আলী সরকার, মো. কামাল খান, মো. রেজাউল করিম রেজা, মো. মোজাম্মেল হক তুষার, শাহিনুর খান মামুন প্রমুখ নেতৃবৃন্দসহ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

মোঃ আরিফ হোসেন/এমএ

Exit mobile version