Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আল্টিমেটাম শেষে রাবিপ্রবিয়ানদের নতুন কর্মসূচীর ঘোষণা

আল্টিমেটাম শেষে রাবিপ্রবিয়ানদের নতুন কর্মসূচীর ঘোষণা

রাবিপ্রবি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা তিন দিনের আল্টিমেটাম শেষ হওয়ার পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে। সম্মিলিত আলোচনার পর তারা এ কর্মসূচির কথা জানান।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১১টা থেকে “লং মার্চ টু ডিসি অফিস” এবং দুপুর ১২টা থেকে ডিসি অফিস শাটডাউন ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, গত ৬ তারিখে উপাচার্য নিয়োগের এক দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তবে রাঙ্গামাটির স্থানীয় প্রশাসনের আশ্বাসে তিন দিন অপেক্ষা করেও উপাচার্য নিয়োগ না হওয়ায় শিক্ষার্থীরা আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

ফাইরুজ মেহেদী/এমএ

Exit mobile version