Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

পীঠা উৎসবে মুখরিত ইবির বটতলা

পীঠা উৎসবে মুখরিত ইবির বটতলা

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বটতলায় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বায়োটেক এসোসিয়েশন কর্তৃক আয়োজিত হয়েছে পিঠা উৎসব । 

বুধবার (১৫ জানুয়ারী) সকাল ৯ টা থেকে বটতলাতে শুরু হয় এ আয়োজন। চলমান ছয়টি শিক্ষাবর্ষের সর্বমোট ছয়টি স্টল নিয়ে আয়োজিত এ পিঠা উৎসবে সকাল থেকেই শুরু হয় শিক্ষার্থীদের আনাগোনা। পিঠাপুলির পাশাপাশি বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী মিষ্টান্নও স্থান পেয়েছে স্টলগুলোয়। পিঠা উৎসবে বিভাগটি সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশিও বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীদের আনাগোনা দেখা যায়।

নাইমুল ফারাবী নামক এক শিক্ষার্থীর কাছে তার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় নান্দনিকতা চর্চার একটা ক্ষেত্র। বিশ্ববিদ্যালয়ে এসে আমরা আমাদের সংস্কৃতিকে উপস্থাপন করার বিভিন্ন ধরণের মাধ্যম খুঁজে পাই। সাধারণত আমরা বিজ্ঞানের ছাত্ররা বিজ্ঞানচর্চার দিকেই সবচেয়ে বেশি মনোনিবেশ করে থাকি। তারপরও বাঙালি সংস্কৃতি চর্চা থেকে আমাদের হারিয়ে যাওয়া উচিত না। বাঙালি সংস্কৃতি আমাদের নিজের মনে লালন করা উচিত। সেই লালনের মাধ্যম যদি হয় পিঠা উৎসব, তাহলে মন্দ হয় না। এজন্য আমি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে ধন্যবাদ জানাতে চাই। এরকম নান্দনিক আয়োজনের জন্য তারা অবশ্যই প্রশংসার দাবিদার। আমি আশা করবো বায়োটেককে দেখে সংস্কৃতির সাথে যায় এমন বিভাগগুলো যেমন কলা অনুষদের বিভাগগুলো আমাদের আরোও সুন্দর সুন্দর আয়োজন উপহার দিবে।আমি এটাও আশাকরি যে আমরা সংস্কৃতি এবং বিজ্ঞান চর্চা সমানতালে চালিয়ে যাবো এবং বাঙালি সংস্কৃতিকে বিশ্বের মাঝে তুলে ধরার চেষ্টা প্রতিনিয়ত করে যাবো।’

বায়োটেক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন- বায়োটেকনোলজি এসোসিয়েশন একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান যা এই বিভাগের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে। এটি মাসিক একটি ফান্ড যেখানে শিক্ষকসহ সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে । পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে । ক্লাস-ল্যাব এসবের একঘেয়েমীতা থেকে বেরিয়ে আসার জন্য গত বছরের মতো এই পিঠা উৎসবের আয়োজন । যেন শিক্ষার্থীরা নতুন উদ্যমে কাজ করতে পারে । আগামীতে কুইজ প্রতিযোগিতা প্রেজেন্টেশন নিয়ে কাজ করার ইচ্ছা আছে ।

উল্লেখ্য, ১৪ ও ১৫ জানুয়ারি ইবির বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বায়োটেক এসোসিয়েশন কর্তৃক দুইদিনব্যাপী এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।

মোজাহিদুল ইসলাম/এমএ

Exit mobile version