Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

শর্ত সাপেক্ষ সেই আটককৃত বাস মুক্ত, বৈঠক আজ

শর্ত সাপেক্ষ সেই আটককৃত বাস মুক্ত, বৈঠক আজ

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে আটককৃত ৬ বাস শর্তসাপেক্ষে ছেড়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জানুয়ারি) রাত ৯ টার দিকে প্রধান ফটকের সামনে পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিনের উপস্থিতিতে প্রক্টরিয়াল বডি ও সাধারণ শিক্ষার্থীরা এ সিদ্ধান্তে নিয়েছেন। প্রায় ৬ ঘণ্টা যাবৎ যাত্রীবাহী বাস-সমূহ বিশ্ববিদ্যালয়ে আটক অবস্থায় থাকে। তবে আজ বিকেল ৪ টায় বাস মালিকের সাথে বসে সমাধান করবেন বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এসময় শিক্ষার্থীরা বলেন, প্রক্টরিয়াল বডির উপর সম্মান ও আস্থা রেখে আমরা আমাদের অবস্থান ছেড়ে দিচ্ছি। যদি আপনারা কথা না রাখেন তাহলে আগামীকাল আন্দোলন আরও বড় হবে। 

এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, বাস মালিক সমিতি তাদের মিটিং থেকে অবস্থায় জানিয়েছে বাসগুলো ছেড়ে দিতে হবে এবং তারা আগামীকাল বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হবেন।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ মাহমুদ ঝিনাইদহ থেকে যশোরগামী বাসে মারধরের শিকার হন। এসময় তার স্ত্রী সাথে ছিলেন। অতিরিক্ত স্পীডে বাস চালানো বিষয় কথা বলার পর এক পর্যায় তর্কে জড়ায় তারা এবং গায়ে হাত তোলে। পরবর্তীতে এক পর্যায়ে কালীগঞ্জ নামক স্টেশনে নামিয়ে একসাথে অনেকে এসে মারধর করে। এই মারধরের সুষ্ঠু বিচার চান তিনি।

/এমএ

Exit mobile version