Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

জাবিতে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

জাবিতে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক এলাকায় কমিউনিটি মসজিদের পাশে এ কর্মসূচি পালন করা হয়৷

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও রাজশাহী জেলা সমিতির উপদেষ্টা অধ্যাপক সোহেল আহমেদ এবং সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক আল-মাহী মঈত উপস্থিত ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে ৬০টি কম্বল বিতরণ করা হয়৷

সমিতির সাধারণ সম্পাদক আল-মাহী মঈত বলেন, “রাজশাহী জেলা সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই মহৎকাজে যারা আর্থিক, শারীরিক ও মানসিকভাবে সহায়তা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব। সবার সহযোগিতায় একটি মানবিক সমাজ গড়ে তোলার আশায় এগিয়ে চলছি।”

এছাড়াও আপ্যায়ন বিষয়ক সম্পাদক শান্ত, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক তুহিন, কার্যকরী সদস্য অর্ণব এবং মীম উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় শীতের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা থেকে এই কর্মসূচি পালন করা হয়। এছাড়া বছরব্যাপী নানা গঠনমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে সংগঠনটি।

মোঃ আরিফ হোসেন/এমএ

Exit mobile version