Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ববিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ববিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুর ববি শাখা ছাত্রদল এই কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্মী মোহাম্মদ আরাফাত বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে, তার স্বপ্নের সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করবো। বৃক্ষরোপণ তারই একটি গুরুত্বপূর্ণ ধাপ  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘জিয়ারট্রি’ কর্মসূচির মাধ্যমে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।

 ছাত্রদল কর্মী নাহিদ হাসান বলেন জিয়াউর রহমান সব সময় গ্রামীণ উন্নয়ন এবং সবুজায়নকে গুরুত্ব দিয়েছেন। তার দেখানো আদর্শ অনুযায়ী আমরা এই ধরনের কর্মসূচির মাধ্যমে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে চাই। ‘জিয়ার ট্রি’ কর্মসূচি কেবল বৃক্ষরোপণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি সামাজিক আন্দোলন। পরিবেশ রক্ষার মাধ্যমে আমরা তার স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে পারি।

সাইফুল/এমএ

Exit mobile version