Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ববিতে দরজা ভেঙ্গে কর্মীকে নিয়ে পালালো ছাত্রলীগ

ববিতে দরজা ভেঙ্গে কর্মীকে নিয়ে পালালো ছাত্রলীগ

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের সময়  শিক্ষার্থীদের উপর হামলাকারী ছাত্রলীগের কর্মী শাহরিয়ার সানকে আটক করলে ছাত্রলীগ নামধারী তার সহপাঠীরা দরজা ভেঙে তাকে নিয়ে নিরাপদে পালিয়ে যায়।শুক্রবার(২৪ জানুয়ারী)  বিকাল ৫ টায় তাকে আটক করে নিজেদের হেফাজতে রেখলে সন্ধার পরে তাকে নিয়ে পালিয়ে যায় তার সহকর্মীরা।

জানা যায়, আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার সান সহ ছাত্রলীগের অনেকেই জুলাই আন্দোলন চলাকালীন সময়ে সাধারণ শিক্ষার্থীদের উপর একাধিকবার হামলা করে আহত করে। কোটা আন্দোলনের ৬ মাস পার হলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত এর বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। একারনে শিক্ষার্থীরা প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করেন এবং সানকে আটক করেন।

তবে আটকের ঘন্টাখানেক পরেই দরজা ভেঙ্গে ছাত্রলীগের কয়েকজন কর্মী সানকে ছিনিয়ে নিয়ে যায়। তারা হলেন, বাংলা বিভাগের প্রিতম, ভূ-তত্ব ও খনিবিদ্যা বিভাগের তন্ময়, আইন বিভাগের সাব্বির, আবির, সামিউল, জুবায়ের, মেহেদী, সমাজবিজ্ঞান বিভাগের রবিন,নাহিদ, ইংরেজি বিভাগের রিদয়সহ ১০-১৫ জন।

এব্যাপারে জিজ্ঞেস করলে রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, জুলাইয়ে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করে এই শাহরিয়ার সান। সে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় জড়িত ছিলো। সাধারণ শিক্ষার্থীরা তাকে পুলিশে সোপর্দ করার জন্য আটকিয়ে রেখেছিলো।কিন্তু তার সহপাঠীর নাম করে কিছু ছাত্রলীগ কর্মীরা তালা ভাঙার চেষ্টা করে।এক পর্যায়ে দরজা ভেঙে তাকে (শাহরিয়ার) ছাড়িয়ে নিয়ে যায়। যেটা দুঃখজনক।ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের অবস্থান এই ক্যাম্পাসে হবেনা।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী মোঃ মোশাররফ হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শাহরিয়ারকে আটক করে রাখে । পরবর্তীতে ছাত্রলীগের সাথে জড়িত তার সহপাঠীরা তাকে নিরাপত্তা কক্ষের দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে যায়। যাকে আটক করে রেখেছিলো সে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালিয়েছিলো।

ফ্যাসিস্ট ছাত্রলীগকে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনর্বাসন করতে চাচ্ছে এ প্রশ্নের উত্তরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.টি.এম রফিকুল ইসলাম বলেন,  আমি ম্যামের সাথে কথা বলে পরবর্তীতে জানাবো তবে  ফ্যাসিবাদের প্রশ্নে না, এটা কখনোই হবেনা। আর আমি ম্যামের সাথে কথা বলে পরবর্তীতে এ বিষয়ের আপডেট দিবো।

সাইফুল/এমএ

Exit mobile version