Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দায়িত্বে ইবি অধ্যাপক কামরুজ্জামান

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দায়িত্বে ইবি অধ্যাপক কামরুজ্জামান

ইবি প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের লক্ষ্যে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে বিধি মোতাবেক নির্ধারিত একজন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সরকার কর্তৃক মনোনীত হয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। 

শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে গত ২৩ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মিজানুর রহমান তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনও জারি করা হয়। 

প্রজ্ঞাপন সূত্রে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন-২০২০ এর ধারা ৬ এর উপ-ধারা (১) এর দফা (চ), (ছ), (জ), (ঝ), (ঞ) এবং (ট)-অনুযায়ী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর পরিচালনা পর্ষদ পুনঃগঠনের লক্ষ্যে আগামী ৩ (তিন) বছরের জন্য সরকার কর্তৃক তাদেরকে মনোনয়ন করা হয়েছে।

অন্যান্য সদস্যরা হলে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, বেসরকারি মাদ্রাসার দুই জন অধ্যক্ষ (ড. মো. হেফজুর রহমান ও মোহাম্মদ আব্দুস সামাদ আযাদ), বেসরকারি মাদ্রাসার দু’জন তত্ত্বাবধায়ক (মো. নিজামুদ্দিন ও ওয়ালিউল্লাহ হেলালী আল আফসারী) এবং একজন শিক্ষাবিদ ড. মুফতি মুহাম্মদ আবু ইউসুফ।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইবি অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, আমি গতকাল (২৪ জানুয়ারি) শুনেছি মাত্র। এর আগে একজন ব্যক্তি কল দিয়ে আমার এড্রেস নিয়েছিল কিন্তু বিস্তারিত জানানো হয়নি। তবে অর্পিত দায়িত্ব গুছিয়ে এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সংস্কারে অবদান রাখতে পারি যেন সবার দোয়া ও সহযোগিতা কামরা করছি।

/এমএ

Exit mobile version