Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ঢাবির সাথে ৭ কলেজের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ ঢাবি উপাচার্যের

ঢাবির সাথে ৭ কলেজের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ ঢাবি উপাচার্যের

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অধিভুক্ত সরকারি সাত কলেজ বিষয়ে  অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। 

আজ ২৭ জানুয়ারি এক বিবৃতিতে তিনি ধৈর্য ধারণ  এবং সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। 

তিনি বলেন, বর্তমানে দেশ এক ক্রান্তিকাল  অতিক্রম করছে।  এঅবস্থায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা একান্তভাবে জরুরি। কোনভাবেই তৃতীয় পক্ষ যাতে সুযোগ নিতে না পারে সে ব্যাপারে  সকলকে  সতর্ক থাকতে হবে।

উপাচার্য বলেন, আজ ২৭ জানুয়ারি অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষগণের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হবে।  সভায় শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। যে সকল বিষয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন, সেগুলো আলোচনার  মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এ সংক্রান্ত অপরাপর বিষয় সরকার কর্তৃক গঠিত কমিটির নজরে এনে তা সমাধানের ব্যাপারে সহযোগিতা  কামনা করা হবে।

Exit mobile version