Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নোবিপ্রবি তরুণ লেখক ফোরামের ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান’ এর চিত্র প্রদর্শনী আয়োজিত

নোবিপ্রবি তরুণ লেখক ফোরামের 'জুলাইয়ের গণঅভ্যুত্থান’ এর চিত্র প্রদর্শনী আয়োজিত

নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ  তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে  “পত্রিকার পাতায় পাতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান” শীর্ষক এক তথ্যচিত্র প্রদর্শনী এবং নবীণ বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই প্রদর্শনীতে জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের বিভিন্ন চিত্র ও তথ্য তুলে ধরা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে নোবিপ্রবির উপ উপাচার্য ড. মোহাম্মদ রেজুয়ানুল হক, তরুণ কলাম লেখক ফোরামের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, উপদেষ্টা সাজ্জাদুল করিম, সাবেক সভাপতি সাবিহা বিন্তি এবং বর্তমান সভাপতি মাহমুদুর হাসানসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপ উপাচার্য তার বক্তব্যে তিনি এই উদ্যোগের প্রশংসা করেন এবং তরুণ লেখকদের উৎসাহিত করেন।

এই প্রদর্শনীতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময়কার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি, এবং সংবাদপত্রের প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সেই সময়ের পরিস্থিতি সম্পর্কে জানতে পেরেছেন এবং জুলাইয়ের গনঅভ্যুত্থানের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করেছেন।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামে নোবিপ্রবির এই উদ্যোগটি শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সচেতনতা বাড়াতে এবং তাদের সাহিত্য চর্চায় উৎসাহিত করতে সহায়ক হয়েছে। অনুষ্ঠানে বক্তারা তরুণ কলাম লেখকদের লেখনীর মানোন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

আবদুল্লাহ আল মামুন/এমএ

Exit mobile version