Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

প্রথমবারের মতো কৃষকদের সম্মান জানিয়ে বাকৃবিতে কৃষক দিবস উদযাপন

প্রথমবারের মতো কৃষকদের সম্মান জানিয়ে বাকৃবিতে কৃষক দিবস উদযাপন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথমবারের মতো বর্ণিল আয়োজনে পালিত হলো “কৃষক দিবস-২০২৫”।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবসটি উপলক্ষে বাকৃবি সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচির সূচনা হয় এক বর্ণাঢ্য কৃষক শোভাযাত্রার মাধ্যমে। সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে কৃষক-কৃষাণী, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। পরে “কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাউএক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য ও ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, বাউরেস পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও সম্প্রসারণ বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা। এই আয়োজনে বাউএক সমিতির অন্তর্ভুক্ত ৩০০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন, যা দিবসটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

সভায় বাউএক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন বাউএক এর কার্যক্রমের উপর সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন। 

এসময় কৃষক দিবস উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠানে ৬ জন কৃষক-কৃষাণীকে বিশেষ সম্মাননা ও সনদ প্রদান করা হয়। এ সময় দুইজন কৃষক-কৃষাণী তাদের অভিজ্ঞতা ও কৃষির উন্নয়নে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখন থেকে প্রতিবছর জানুয়ারি মাসের শেষ বৃহস্পতিবার কৃষক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে।

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version