Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

দীর্ঘ দশ বছর পর রাবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নে নবাগত উপাচার্যের উদ্যোগ

দীর্ঘ দশ বছর পর রাবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নে নবাগত উপাচার্যের উদ্যোগ

রাবিপ্রবি প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অস্থায়ী প্রশাসনিক ভবন (১) এর পাশে ব্যানারে প্রদর্শিত হয় স্থায়ী ভবনের চিত্র। উন্মুক্ত এই প্রদর্শনীর বিষয়ে অতীতেই পরিকল্পনা করেছিলেন নবাগত উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান।

এর আগে নবাগত উপাচার্য যোগদানের পর পরই গত ১৬ই জানুয়ারি ২০২৫ তারিখে মাস্টার প্ল্যান রিভিউ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভা শেষে উপাচার্য মাস্টার প্ল্যান অনুযায়ী প্রস্তাবিত ৪ টি ভবনের জায়গা পরিদর্শন করেছিলেন।

ব্যানারে দৃশ্যমান ছবিতেও ৪টি স্থায়ী ভবনের দৃশ্য প্রকাশ করা হয়েছে। এর মাঝে রয়েছে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, ছাত্র হল, ছাত্রী হল। পরিদর্শনের ঠিক ১৪ দিনের মাথায় স্থায়ী ভবনের প্রদর্শিত ছবি দেখে আপ্লুত সাধারণ শিক্ষার্থীরা।

ক্যাম্পাসের মাস্টার প্ল্যানের ছবি দেখে সিএসই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী এম,আকতারুজ্জামান অপু বলেন, “আমরা ভর্তি হওয়ার পর থেকেই শুনে আসছিলাম এরকম ভবন হবে। কিন্তু এই প্রথম দৃশ্যমান কিছু দেখে আমরা আশাবাদী যে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন শুরু হয়েছে। আশা করি নতুন উপাচার্য স্যার আমাদের হতাশ না করে দ্রুত ভবনগুলোর নির্মাণ কাজ সম্পন্ন করবেন।”

অন্যদিকে, ম্যানেজমেন্ট বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আরিফা জাহান মুমু বলেন, “আমাদের আগামীর ক্যাম্পাসের ছবি দেখে আমি খুবই আনন্দিত। আমি থাকাকালীন সময়ে দেখে যেতে পারবো কিনা জানি না। কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে উদ্যোগ অন্তত নেওয়া হয়েছে। আশা করা যায় এইবার অন্তত সকল সমস্যার সমাধান হবে।”

সব শঙ্কা আর সমস্যা দূর করে স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হলেই রাবিপ্রবি তার দীর্ঘ ১০ বছরের পিছিয়ে পরার ইতিহাস থেকে খুব দ্রুত বের হতে পারবে বলে আশাবাদী সাধারণ শিক্ষার্থীরা।

ফাইরুজ মেহেদী/এমএ

Exit mobile version