Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান স্বরস্বতীপূজা উদযাপিত হয়েছে  ।সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে  বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয় ।

অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. অরিবিন্দ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ উপস্থিত ছিলেন । বিশেষ অতিথি হিসেবে  বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ওবায়দুল  ইসলাম, চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী,ইবির আইন উপদেষ্টা এ্যাড. সুব্রত কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন। 

এছাড়াও প্রধান আলোচক হিসেবে শ্রীমৎ চিন্ময়ানন্দ দাস বাবাজী মহারাজ ও বিশেষ আলোচক হিসেবে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, আমদের গ্রামে দুটি ধর্মের পাশাপাশি অবস্থান, এবং কৃষ্টি কালচারের আবর্তনে সোহার্দ্যপূর্ণ এবং শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।আমার জন্মস্থানের অর্ধেক জনগোষ্ঠী মুসলিম অর্ধেক জনগোষ্ঠী হিন্দু এবং সনাতন ধর্মাবলম্বী। আপনারা জানেন ধর্মের অবস্থানে বাংলাদেশে এই সনাতন ধর্মাবলম্বীর অবস্থান কোনক্রমেই খাটো করে দেখার নয় ।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, জ্ঞান চর্চার কোনো দন্ড নেই, জ্ঞান চর্চার কোনো যোগ্যতা নেই যে এই ধর্মের হতে হবে এই জ্ঞান চর্চা করার জন্য। এই জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় সকল ধর্মের ছাত্রদের জন্য এমন পরিবেশ তৈরি করেছে যে পরিবেশে এসে ইসলামের পাশাপাশি আধুনিক জ্ঞান চর্চা করতে পারবে।

তিনি আরও বলেন, আমি মুসলমান ছাত্রদের বলবো কোনো অবস্থাতেই যেনো ভিন্ন মতাবলম্বীরা না বলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক দাঙ্গা আছে, নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ নিকটবর্তীরা বাণী অর্চনা,পুষ্পাঞ্জলি প্রদান, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

মোজাহিদুল ইসলাম/এমএ

Exit mobile version