Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ইবির নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানের দাবিতে মানববন্ধন

ইবির নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানের দাবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আল মুকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ সংশ্লিষ্ট দুই বিভাগের সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এসময় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট নিখোঁজ হওয়া কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠনের দাবি করেছে তারা।

নিখোঁজ দুই শিক্ষার্থী

মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা বলেন, আওয়ামী শাসনামলে ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাসকে গুম করা হয়। দীর্ঘ ১২ বছর বিগত সরকার তাদেরকে ফিরিয়ে দেয়নি। সরকার পতনের পর গুম হওয়া অনেকে ফিরে এলেও ইবির এই দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের ফিরিয়ে দিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

তারা আরও বলেন, আমাদের দুই ভাই কি কারণে এবং কোথায় গুম করা হয়েছে সব কিছু উদঘাটন করতে বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের অধীনে যারা গুম হয়েছে তাদের ব্যাপারে বর্তমান সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিতে আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তদন্ত করে যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি জানাই। 

ক্যাম্পাস সূত্রে জানা যায়, তারা একসাথে ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী (হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর) বাসে যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন। সূত্র মতে বাসটি সাভারের নবীনগর এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী পরিচয়ে ৮ থেকে ১০ জন আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহকে নামিয়ে নিয়ে যান। মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহ ক্যাম্পাসে না ফেরায় তাদের বন্ধুরা পরিবারকে জানান। এরপর অনেক খুঁজেও করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তারা ক্যাম্পাসে ছাত্রশিবিরের সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়।

মোজাহিদুল ইসলাম/এমএ

Exit mobile version