Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বাকৃবিতে বঙ্গবন্ধু হলের নতুন নাম ‘মাওলানা ভাসানী হল’ করলো শিক্ষার্থীরা

বাকৃবিতে বঙ্গবন্ধু হলের নতুন নাম ‘মাওলানা ভাসানী হল’ করলো শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব হলের নাম পরিবর্তন করে মাওলানা ভাসানী হল হিসেবে নতুন নাম দিয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা হল প্রাঙ্গণে নতুন নামের ব্যানার উত্থাপন করেন।

হলের শিক্ষার্থীরা বলেন, “হাসিনা সরকার যেভাবে সর্বত্র ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, আমরা সেই ফ্যাসিবাদের কোনো অস্তিত্ব রাখতে চাই না।”

তবে এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরীফ আর রাফি বলেন, “প্রশাসনিকভাবে হলের নাম এখনো পরিবর্তন হয়নি। গত ৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে থাকা স্থাপনার নাম পরিবর্তন শুরু হয়। ওই দিনই বাকৃবিতেও বঙ্গবন্ধু হলের নামফলকে শিক্ষার্থীরা কালি লেপে দেয় বলে জানতে পারি।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের প্রদত্ত নামের বিষয়ে প্রশাসনিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হলের নাম পরিবর্তনের জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন। প্রশাসনিক সিদ্ধান্তের পরই নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্তভাবে কার্যকর হবে।”

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version