Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

জাবি ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে লাল সবুজ উন্নয়ন সংঘের দশদিন ব্যাপী ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট

জাবি ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে লাল সবুজ উন্নয়ন সংঘের দশদিন ব্যাপী ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্ট

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্নাতক সম্মান ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ জাবি টিমের উদ্যোগে দশদিনের ক্লিনিং প্রজেক্ট নেওয়া হয়েছে।

আজ সোমবার (১০ই ফেব্রুয়ারি) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল সংগঠন ও বিভিন্ন জেলা সমিতির তথ্য সহায়তা কেন্দ্রগুলোর মাঝে লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গায় ময়লা-আবর্জনা ফেলার জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ডাস্ট কিপার ঝুড়ি উপহার দেওয়া হয়েছে। যা ক্যাম্পাস পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

দশদিন ব্যাপী ক্যাম্পাস ক্লিনিং প্রজেক্টের ব্যাপারে সরকার ও রাজনীতি বিভাগ ৫০ ব্যাচের শিক্ষার্থী ও লাল সবুজ উন্নয়ন সংঘের ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীরা অযথা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে ফেলে। নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য এবং পরিষ্কার ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তেই আমাদের সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন, ডাস্ট কিপার ঝুড়ি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। আগামী ১০দিন ব্যাপী আমাদের এই কর্মসূচি চলবে। তাই আসুন আমরা প্রত্যেকেই ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ও প্রাণ-প্রকৃতি সুরক্ষায় পরিচ্ছন্ন জাহাঙ্গীরনগর গড়তে এগিয়ে আসি।”

উল্লেখ্য য, লাল সবুজ উন্নয়ন সংঘ সদস্যদের টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দেশের সিংহভাগ জেলায় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। সারাদেশে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও দুর্নীতি প্রতিরোধে কাজ করছে। এছাড়াও সংগঠনটি বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি, দুর্যোগ ও ক্রান্তিকালে সমাজসেবা, সচেতনতামূলক ক্যাম্পেইন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানবসেবামূলক কাজ করে যাচ্ছে।

মোঃ আরিফ হোসেন/এমএ

Exit mobile version