Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

সুপেয় পানি ও বিশ্রামাগার নিয়ে জাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী-অভিভাবকদের পাশে পুলিশ

সুপেয় পানি ও বিশ্রামাগার নিয়ে জাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী-অভিভাবকদের পাশে পুলিশ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক সম্মান ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সুপেয় পানির সরবরাহ ও বিশ্রামাগার স্থাপন করে পাশে দাঁড়িয়েছে ঢাকা জেলা পুলিশ।

গত রবিবার (৯ই ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের নারী শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে এ বছরের ভর্তিযুদ্ধ শুরু হয়। ঐদিন থেকেই আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সুপেয় পানি সরবরাহ করছে ঢাকা জেলা পুলিশ। এছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের চোরঙ্গী, শহিদ মিনার ও সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন এলাকায় তিনটি বিশ্রামাগার স্থাপন করেন।

এসবের পাশাপাশি ইনফরমেশন ডেস্কের মাধ্যমে তথ্য সেবা প্রদান, যানজট নিরসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে প্রায় ২৫০ জন পুলিশ ক্যাম্পাসে দায়িত্ব পালন করছেন।

পুলিশের এ ধরনের কাজের ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট থেকে আগত এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক মো. রকিবুল হাসান বলেন, “ইতোপূর্বে পুলিশের ব্যাপারে মানুষের যে নেতিবাচক মনোভাব ছিল, এ ধরনের সামাজিক কল্যাণমূলক কাজের ফলে তা ইতিবাচক হবে। ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে এমন সেবামূলক কাজের জন্য পুলিশকে ধন্যবাদ জানাই। আশা করি আগামীতেও পুলিশ এ ধরনের সামাজিক কল্যাণমূলক কাজ চলমান রাখবেন এবং সত্যিকার অর্থেই জনগণের বন্ধু হয়ে উঠবেন।”

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, “ছয়দিন ব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা গত ৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এ ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আমাদের ২৫০ জন পুলিশ নিয়োজিত রয়েছে। এছাড়াও আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আমরা সুপেয় পানির ব্যবস্থা করেছি এবং তাদের বসার জন্য তিনটি বিশ্রামাগার স্থাপন করেছি। আগামী পরীক্ষাগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা নিয়ে আমরা পাশে থাকব।”

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলম বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। তারা বিশুদ্ধ পানি সরবরাহ ও বিশ্রামাগার স্থাপন করে শিক্ষার্থীদের পাশে থাকতে চাইলে আমরা তাদের অনুমতি প্রদান করি।”

মোঃ আরিফ হোসেন/এমএ

Exit mobile version