Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বাকৃবিতে ১০ তলা ছাত্র হলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাকৃবিতে ১০ তলা ছাত্র হলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ছাত্রদের আবাসন সংকট নিরসনে শহীদ জামাল হোসেন হলের স্থানে ১,২০০ ছাত্রের আবাসন সুবিধা এবং অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি নতুন ১০ তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ‘শহীদ জামাল হোসেন’ নামের ছাত্র হলটির পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সামছুল আলম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার, বাউরেস পরিচালক প্রফেসর ড. মো. হাম্মাদুর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, জামাল হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল, পরিচালক (পরিবহন) প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুহা. এনামুল হকসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ১৭,১৮০ বর্গমিটার আয়তনের এই ভবনটির জন্য প্রাক্কলিত ৮৬ কোটি ৯৪ লাখ টাকার বিপরীতে ৭৮ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৬৭৭ টাকায় কার্যাদেশকৃত এই নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান নুরানী কনস্ট্রাকশন লিমিটেড, ঢাকা, এবং নির্মাণ কাজ বাস্তবায়নে দায়িত্ব পালন করবে বাকৃবির প্রকৌশল শাখা।

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version