Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের ববি কমিটি প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের ববি কমিটি প্রকাশ

ববি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখায় রাকিব আহমেদকে আহ্বায়ক ও সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে ৭৩ সদস্য বিশিষ্ট কমিটিরকমিটি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) রাত ১২ টাকার দিকে এ তথ্য নিশ্চিত করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামি ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

আহ্বায়ক রাকিব আহমেদ বলেন, আমাদের প্রথম কাজ হবে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাওয়া। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। এ ছাড়া বিগত দিনে যারা লেজুড়বৃত্তিক ও নোংরা রাজনীতি করতো সেই অপসংস্কৃতি দূর করতে হবে। একই সঙ্গে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও আন্দোলনে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করেছে তাদের উপযুক্ত বিচার ও শাস্তি যাতে হয় সেজন্য আমরা কাজ করে যাব।

কমিটিতে মুখ্য সংগঠক মো. শাহেদ হোসেন, মুখপাত্র মো. মাইনুল ইসলাম, সহ-মুখপাত্র মো.জাহিদুল ইসলাম ও শারমিলা জামান সেঁজুতি দায়িত্ব পালন করবেন।

এছাড়া এই কমিটিতে ১৫ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৪ জনকে যুগ্ম সদস্য সচিব, ৮ জনকে সংগঠক ও ৩২ জনকে সদস্য করা হয়েছে।

সাইফুল/এমএ

Exit mobile version