Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের কমিটিতেই বৈষম্যের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের কমিটিতেই বৈষম্যের অভিযোগ

ববি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা কমিটিতেই বৈষম্যের দেখা মিলেছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের মোহাম্মদ বেলালকে  যুগ্ম আহ্বায়ক রেখে আহ্বায়ক পদে রাখা হয়েছে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রাকিব আহমেদকে। এতে কমিটি বৈষম্য করা হয়েছে বলে জানিয়ে নিজ পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ বেলাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখায় ২০২০-২১ শিক্ষাবর্ষের রাকিব আহমেদকে আহ্বায়ক এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে ৭৩ সদস্য বিশিষ্ট কমিটিরকমিটি প্রকাশ করা হয়েছে। কমিটিতে সিনিয়র-জুনিয়রের চেইন অফ কমান্ড মানা হয় নি বলে ক্ষোভ প্রকাশ করেন কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বেলাল।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বেলাল জানান, পতদ্যাগ নেওয়ার মূল কারণ তাদের বলা হয়ছিল যে ভার্সিটির সিনিয়র জুনিয়র বিষয়গুলো প্রথমে দেখবে। সেই সাথে যারা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিল তাদের কমিটিতে রাখা হবে। কিন্তু কমিটি দেওয়ার পর দেখা গেল চেইন অব কমান্ডের পাশাপাশি এমন অনেক লোককে আনা হলো যারা আন্দোলনেই ছিল না। জুনিয়র কিছু ছেলে কেন্দ্রে গিয়ে ভুলাবাল বুঝিয়ে তাদের ইচ্ছা মতো কমিটির ফরমেট দিয়ে আসে। আর সঠিক যাচাই-বাছাই না করে তারা কমিটি অনুমোদন দেন। এই ক্ষেত্রে কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র উভয়ের ভুল আছে।

কমিটিতে পরবর্তীতে আর ঢোকার ইচ্ছা আছে কি না জানতে চাইলে বলেন, আর কমিটিতে পরবর্তীতে ঢুকব কি ঢুকব না সেই বিষয়ে এখনো ভাবিনি।

এবিষয়ে আহ্বায়ক রাকিব আহমেদ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন কোনো গতানুগতিক রাজনৈতিক ধারার দল না। আমাদের গতানুগতিক রাজনৈতিক ধারনা থেকে বের হয়ে আসতে হবে এবং মেধাভিত্তিক রাজনৈতিক চর্চা করতে হবে। এই কমিটি দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের উপরে ভিত্তি করে। বিপ্লবে যারা সামনের দিকে ভুমিকা পালন করেছে তাদের কমিটিতে উপরের দিকে যায়গা দেওয়া হয়েছে। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সময় যেহেতু সিনিয়র জুনিয়র দেখা হয় নি তাহলে কমিটিতে কেনো দেখতে হবে। নেতৃত্বের গুণাবলি বাদ দিয়ে ছোট-বড় দেখা হলে তা হবে সব থেকে বড় বৈষম্য।

পদত্যাগ নিয়ে সদস্য সচিব সিরাজুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন কাউকে জোর করে রাখবে না। যার ইচ্ছা কমিটিতে থাকবে, ইচ্ছা না হলে কমিটিতে থাকবে না। কেন্দ্র থেকে আমাদের পরামর্শেই এই কমিটি দেওয়া হয়েছে কাজের ভিত্তিতে। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করছি। অনেকে জুলাই আন্দোলনে ছিলো তবে পরবর্তীতে আর পাওয়া যায় নি তাদের উপরের পদ দেওয়া হয় নি।

সাইফুল/এমএ

Exit mobile version