Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বাকৃবিতে উদ্ভাবনী স্টার্টআপ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

বাকৃবিতে উদ্ভাবনী স্টার্টআপ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্রোগ্রাম ‘হাল্ট প্রাইজ’র অন-ক্যাম্পাস রাউন্ডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের চাষী ভবনের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার ফাইনাল পর্ব আয়োজন করা হয়। আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাকৃবি প্রেস ক্লাব।

এর আগে অনুষ্ঠিত দুই রাউন্ডের মাধ্যমে বাছাই করে ৫টি দলকে ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ফিউশন টিম, ফিউশন নেক্সট, ট্রেইলব্লেজার, আনিমেলিয়া এবং গ্রিনেস্ট। দলের সদস্যরা নিজেদের তৈরি বিজনেস প্ল্যান বিচারক ও শ্রোতামণ্ডলীর সামনে তুলে ধরে। 

মোট ১২০ জনের ৪০ টি টিম প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেয়। বাছাই শেষে তৃতীয় রাউন্ডে ৫ টি টিম অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। 

এ সময় প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আর. এ. জুইস, অ্যাক্সেলারেটিং বাংলাদেশের ন্যাশনাল মেন্টর এবং কোচ এবং ডিআইভিসির কমিউনিকেশন বিভাগের প্রধান তারিফ মোহাম্মদ খান, অভান্তি এবং অভন্তি অ্যারোমা রেস্টুরেন্টের পরিচালক শিল্পী ড. সিদুল ইসলাম এবং ইউর ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও সিইও মিলজের রহমান মাচেল।

দলগুলো নিজেদের তৈরি প্ল্যান উপস্থাপনের মাধ্যমে ৫ জন বিচারকের রায়ে চ্যাম্পিয়ন হয় আনিমেলিয়া। ১ম রানারআপ হয়েছে ফিউশন টিম। প্রত্যেক দলকে সার্টিফিকেট প্রদান করা হলেও কেবল চ্যাম্পিয়ন দল রিজিওনাল রাউন্ডে অংশ নেয়ার সুযোগ পাবে। 

প্রসঙ্গত, ‘হাল্ট প্রাইজ’ এমন এক ইনকিউবেটর প্রোগ্রাম, যা মূলত তরুণদের তাদের মেধা-মনন ব্যবহার করে সামাজিক বিজনেস প্ল্যান প্রদান করার মাধ্যমে নতুন এক আগামীর দিকে ধাবিত করতে উৎসাহিত করে। এ বছর হাল্ট প্রাইজ এমন এক সমাধান প্রদানের চ্যালেঞ্জ জানায়, যার মাধ্যমে প্রতি ডলার আয়ে পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version