Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

কনসার্ট নিয়ে উত্তেজনা, রাত ৯ টার মধ্যে অনুষ্ঠান সমাপ্তির নির্দেশ

কনসার্ট নিয়ে উত্তেজনা, রাত ৯ টার মধ্যে অনুষ্ঠান সমাপ্তির নির্দেশ

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাত নয়টার মধ্যে মুক্তমঞ্ছের সকল অনুষ্ঠান সমাপ্ত করার নির্দেশ নিয়েছেন ববি প্রসাশন। আজ ২০ ফেব্রুয়ারিত (বৃহস্পতিবার) ববি ভারপ্রাপ্ত প্রক্টর ড. সোনিয়া খান সানি সাক্ষরিত একটা নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফেব্রুয়ারি মাস জুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে ব্যাস্ত সময় পার করছে ববি মুক্তমঞ্ছ। অর্ধরাত্র ধরে চলা এসব অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানো নিয়ে গতকাল ১৯ ফেব্রুয়ারি রাত ১ টার উত্তেজনা সৃষ্টি হয় শিক্ষার্থীদের মধ্যে। বরিশাল বিশ্ববিদ্যালয় চারুকলা সংসদের আয়োজনে আনুষ্ঠান চলা অবস্থায় হলের শিক্ষার্থীরা তেড়ে আসে মুক্তমঞ্ছে এবং চেয়ার ভাঙ্গাচুর করে। পরবর্তী সকল অনুষ্ঠান রাত সাড়ে ৯ টার ভিতরে সমাপ্তির আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। পরে প্রক্টরিয়াল বডি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

শিক্ষার্থীরা জানান, প্রতিদিনই এমন আয়োজন হচ্ছে মুক্তমঞ্ছে। এতে উচ্চশব্দে দীর্ঘ রাত পর্যন্ত গান বাজানো হয় এবং ক্যাম্পাসে অবাধে চলে মাদকদ্রব্য। শব্দের কারনে পড়ালেখায় বিগ্ন ঘটে মুক্তমঞ্ছের দুইপাশে থাকা ৪হলের শিক্ষার্থীদের। রাত সাড়ে নয়টার ভিতরে সকল অনুষ্ঠান সমাপ্তি করা উচিৎ।

এরই পরিপ্রেক্ষিতে আজ ববি প্রশাসন একটি নোটিশের মাধ্যমে রাত নয়টার মধ্যে সকল অনুষ্ঠান সমাপ্তির নির্দেশ দেন এবং আজান ও নামাজের সময়ে অনুষ্ঠান বন্ধ রাখার কথা বলেন। আরো বলা হয়, অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা হলে তার দায়ভার আয়োজক কমিটিকে বহন করতে হবে।

সাইফুল/এমএ

Exit mobile version