Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৫তম জন্মদিন

আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৫তম জন্মদিন

ববি প্রতিনিধি: ২০১১ সালে আজকের এই দিনে (২২ ফেব্রুয়ারী) প্রতিষ্ঠা হয়েছিলো দক্ষিনবঙ্গের বাতিঘর খ্যাত বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়টি। আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ববির ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস। সকাল সাড়ে নয়টায় উপাচার্য অধ্যাপক ড.  শুচিতা শরমিন জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ১৫ তম বিশ্ববিদ্যালয় দিবসের শুভ উদ্বোধন করেন।

দিবসটি উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করে। সকাল সাড়ে ৯ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন বেলুন-ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। এরপর ২৫ টি বিভাগ, শেরে বাংলা হল,বিজয় -২৪ হল,তাপসী রাবেয়া বসরী হল,সুফিয়া কামাল হলসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এক হয়ে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার উপাচার্যের নেতৃত্বে আনন্দ র‌্যালি বের করেন। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন উপ-উপাচার্য, সহ ট্রেজারার, প্রক্টর ,রেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এসময় উপাচার্য ড. শুচিতা শরমিন সকলকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, আমি জানি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রধান ও অন্যতম সমস্যা অবকাঠামোগত উন্নয়ন।সেটি নিয়েই কাজ করছি। ইতোমধ্যে ফিজিবিলিটি স্টাডির কাজটি অনেকখানি এগিয়ে গেছে।আশা করি সকলেই আমাকে এ ব্যাপারে সহায়তা করবেন। 

এছাড়াও জানা যায়, বিকাল ৫.০০ টা থেকে ১৫ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সাইফুল/এমএ

Exit mobile version