Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

নজরুল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দুই ঘণ্টার মধ্যে স্থগিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দুই ঘণ্টার মধ্যে স্থগিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটি ঘোষণার পরপরই একাধিক সদস্য পদত্যাগ করলে দুই ঘণ্টার মধ্যে তা স্থগিত করা হয়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে ৫২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মেজবাহ উদ্দিন রিয়াদকে আহ্বায়ক ও রাজু শেখকে সদস্য সচিব করা হয়। কিন্তু কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।

কমিটিতে অন্তর্ভুক্ত বেশ কয়েকজন সদস্য অভিযোগ করেন, তাদের নাম অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। কমিটি ঘোষণার ৩০ মিনিটের মধ্যেই যুগ্ম সদস্য সচিব সাবিকুন্নেছা লাবনি, সহমুখপাত্র ইব্রাহিম খলিলসহ অন্তত ১০ জন পদত্যাগের ঘোষণা দেন। আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, ‘আমি এই কমিটির সঙ্গে জড়িত নই এবং আমার অনুমতি ছাড়া নাম দেওয়া হয়েছে। আমি এই কমিটি থেকে পদত্যাগ করছি।’

এছাড়া, কমিটিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে। শিক্ষার্থীদের সমালোচনার মুখে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে সংগঠনের ফেসবুক পেজ থেকে কমিটি সংক্রান্ত পোস্টটি মুছে ফেলা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় কমিটির মুখপাত্র হওয়া সাদিকুর রহমান জানান, ‘কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমানের নির্দেশে নজরুল বিশ্ববিদ্যালয় কমিটি স্থগিত করা হয়েছে।’

সাইফুল ইসলাম/এমএ

Exit mobile version