Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

যবিপ্রবিতে প্রথমবারের মতো শাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

যবিপ্রবিতে প্রথমবারের মতো শাবিপ্রবির ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রথমবারের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক ইউনিটের (এ ও বি ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার শুরু হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০:৩০ থেকে দুপুর ১২:০০ পর্যন্ত ‘বি’ ইউনিট (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) ও বিকাল ৩:০০ থেকে ৪:৩০ পর্যন্ত ‘এ-০১’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যবিপ্রবি সহ মোট পাঁচটি কেন্দ্রে। অন্যান্য কেন্দ্রগুলো হল, শাবিপ্রবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়।

যবিপ্রবি কেন্দ্রে ‘এ-০১’ ইউনিটে ৩ হাজার ৭৮০ জন ও ‘বি’ ইউনিটে ৩ হাজার ১৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এ বিষয়ে যবিপ্রবি ভর্তি পরীক্ষার কেন্দ্রের আহ্বায়ক অধ্যাপক ড. শিরিন নিগার বলেন, শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় দুই ইউনিট মিলিয়ে প্রায় সাত হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। আশা করি, শাবিপ্রবির এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা আমরা সফলভাবে সম্পন্ন করতে পারব।

/এমএ

Exit mobile version