Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

জুলাই অভ্যুত্থানে আহত মোফাজ্জলের পাশে নজরুল বিশ্ববিদ্যালয়

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত মো. মোফাজ্জল হোসেনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয়ের দান-অনুদান তহবিল থেকে তিনি মোফাজ্জলকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপাচার্যের কার্যালয়ে গিয়ে সহায়তার চেক গ্রহণ করেন মোফাজ্জল ও তার স্ত্রী মোসা. মর্জিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

চেক হস্তান্তরের সময় উপাচার্য মোফাজ্জলের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্যের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান মোফাজ্জল।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪, ফ্যাসিস্ট সরকারের পতনের দিন গাজীপুরের মাওনায় আন্দোলনে অংশ নিলে বিজিবি’র গুলিতে মারাত্মক আহত হন অটো রিকশা চালক মোফাজ্জল। তার চিকিৎসায় ইতোমধ্যে তিন লক্ষ টাকা ব্যয় হয়েছে। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তিনি গত ২৬ জানুয়ারি ২০২৫ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে সহায়তার আবেদন করেন। উপাচার্য মানবিক দৃষ্টিকোণ থেকে তার আবেদন গ্রহণ করে এই সহায়তা দেন।

মো. সাইফুল ইসলাম/এমএ

Exit mobile version