Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বাকৃবির পরিবহন শাখায় চুরি, গাড়ির টায়ারসহ মাইক্রোবাস গায়েব

বাকৃবির পরিবহন শাখায় চুরি, গাড়ির টায়ারসহ মাইক্রোবাস গায়েব

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখা থেকে একটি মাইক্রোবাস ও চারটি গাড়ির টায়ার চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (৫ মার্চ) পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ বলেন, ‘সিসি টিভির ফুটেজে আমরা দেখেছি, আজ (৫ মার্চ) আনুমানিক ভোর সাড়ে ৫ টায় পরিবহন শাখার পিছন দিকের দেয়াল টপকে বোরকা পরিহিত একজন এবং তার সহযোগী ভিতরে প্রবেশ করে। এরপর তারা টায়ার রাখার রুমের তালা কেটে সেখান থেকে চারটি টায়ার নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের মাইক্রোবাসে (ময়মনসিংহ-চ-৫১০০১৫) উঠিয়ে নেয় এবং পরিবহন শাখার মেইন গেটের তালা কেটে টায়ারসহ মাইক্রোবাসটি নিয়ে পালিয়ে যায়। পুরো ঘটনাকালীন সময়ে পরিবহন শাখার গার্ড ঘুমাচ্ছিল। আমরা ঘটনার বিষয়ে অবগত হবার পরপরই সিসি টিভির ফুটেজ পুলিশ এবং ডিবির কাছে হস্তান্তর করি এবং এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ‘

ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি জানান, ‘টায়ার চারটির মধ্যে বড় গাড়ির টায়ার দুইটি এবং ছোট গাড়ির টায়ার দুইটি। বড় গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ৭৫ হাজার টাকা এবং ছোট গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ২৫ হাজার টাকা। তবে মাইক্রোবাসটি ২০-২৫ বছরের পুরোনো।’

এ বিষয়ে বাকৃবির নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। বিশ্ববিদ্যালয়ের যে কোনো চুরির বিষয় আমরা তদন্ত করি। তদন্তে আমাদের নিরাপত্তা কর্মীদের অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করা হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি ভয়াবহ ঘটনা। আমরা পুলিশের কাছে সিসি টিভির ফুটেজ হস্তান্তর করেছি। পুলিশ আসামিকে শনাক্ত করে ধরার চেষ্টা করছে। পুলিশের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।

আসিফ ইকবাল/এমএ

Exit mobile version