Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

ধর্ষকের বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ

ধর্ষকের বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে বিক্ষোভ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশজুড়ে বেড়ে চলা ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। বিশেষ করে মাগুরায় আট বছরের শিশু আছিয়ার নির্মম ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা।

শনিবার (৯ মার্চ) রাত ২টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নামেন। ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ধর্ষকদের ফাঁসি চাই’, ‘একটা একটা ধর্ষক ধর’—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। একপর্যায়ে অন্যান্য হলের শিক্ষার্থীরাও এতে যোগ দেন।

বিক্ষোভ মিছিল বিদ্রোহী হল থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে জয়ধ্বনি চত্বরে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, কিন্তু বিচার নেই। শিশু ও নারীদের নিরাপত্তাহীনতায় ঠেলে দেওয়া হয়েছে। আমরা এই বিচারহীনতা আর দেখতে চাই না। ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এসময় অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা দাবি করে আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

সাইফুল ইসলাম/এমএ

Exit mobile version