Site icon জনতার বার্তা | জনগনের পক্ষে, জনতার কথা বলে

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি কমানো এবং জুডিশিয়ারিতে নন-ক্যাডার পদের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা।

সোমবার (১০ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য ও ‘চির উন্নত মম শির’ ভাস্কর্যের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বার কাউন্সিল পরীক্ষার ফি ৪০২০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা নির্ধারণের দাবি জানান।

শিক্ষার্থীরা জানান, ২০২৩ সালে অনুষ্ঠিত সর্বশেষ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার ফি ছিল ১০০০ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে, যা দুটি ধাপে পরিশোধ করতে হবে। প্রথমে ইন্টিমেশনের জন্য ১০৮০ টাকা এবং পরীক্ষার জন্য ৪০২০ টাকা দিতে হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান। প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি বাতিল চাই’, ‘অধিকার নিয়ে বাণিজ্য চলবে না’, ‘জুডিশিয়ারিতে নন-ক্যাডার চাই’, ‘বৈষম্যমুক্ত বার কাউন্সিল চাই’—ইত্যাদি।

আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী তৈয়ব শাহনূর বলেন, ‘রাষ্ট্রযন্ত্রের এত সংস্কার চলার পরও এ ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত হতাশাজনক। দ্রুত ফি কমাতে হবে। পাশাপাশি জুডিশিয়ারিতে নন-ক্যাডার পদ চালু করা দরকার।’

আরেক শিক্ষার্থী সানজিদা সাবা বলেন, ‘বার কাউন্সিলের ফি কমানো এবং জুডিশিয়ারিতে নন-ক্যাডার পদ তৈরি করা যৌক্তিক দাবি। টালবাহানা না করে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।’

উল্লেখ্য, সম্প্রতি বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে এনরোলমেন্ট পরীক্ষার ফি ৪০২০ টাকা নির্ধারণের ঘোষণা আসার পর থেকেই ঢাকা ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

সাইফুল ইসলাম/এমএ

Exit mobile version